কো দিন পরে ই মাইনে তারিক এলো এই বিশেষ তারিখের নিরেখে নিখিল ও মৃত্যুঞ্জয় এর বৈপ্রীত্ব বিশ্লেষ
ণ করা
Answers
Answered by
0
Explanation:
প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘কে বাঁচায়, কে বাঁচে। গল্পের দুই চরিত্র মৃত্যুঞ্জয় ও নিখিল একই অফিসের সমপদস্থ কর্মচারী। মােটা মাইনের চাকুরে। তাদের মাইনের তারিখ এসে গেল। প্রতি মাসে নিখিলকে তিন জায়গায় কিছু কিছু টাকা পাঠাতে হয়। টাকা পাঠানাের জন্য মানি অর্ডারের ফর্ম লিখতে গিয়ে ভাবল, এবার তিনটে সাহায্যেই পাঁচ টাকা করে কম পাঠাবে কি না। এমন সময় মৃত্যুঞ্জয় নিখিলের কুঠরিতে এসে বসল। ফুটপাথে লােকটাকে অনাহারে মরতে দেখার পর থেকে মৃত্যুঞ্জয় কেমন যেন বিষন্ন ও গম্ভীর। নিখিলের সঙ্গে বেশি কথা হয় না।
Similar questions