অবশেষে দীর্ঘ যাত্রা শেষে তারা ভগবানের প্রাসাদে পৌঁছল তারপর কী ঘটল তার পাহাড়িয়া বষরসার সুরে রচনা অনুসরণে লেখো
Answers
Answer:
তারা দীর্ঘ যাত্রা শেষে ভগবানের প্রাসাদে পৌঁছোনোর পরে তারা দেখলো যে ভগবানেরা মহা সুখে তাঁদের স্ত্রী-দের নিয়ে মহাভোজে ব্যাস্ত রয়েছে।তাঁদের সৃষ্টি অর্থাৎ পৃথিবীর দিকে তাঁদের বিন্দুমাত্র নজর নেই।এই দেখে ব্যাঙ এবং অন্যান্য পশুদের অনেক রাগ হলো।ব্যাঙ এর নেতৃত্রে অন্যান্য পশুরা যেমন মোরগ তার ডানা ঝাপটে ভগবান এবং তাঁর অন্যান্য সৈন্যদের ভয় দেখাতে লাগল বাঘ তাঁদের খেয়ে নেবে বলে ভয় দেখাতে লাগল এবং মৌমাছি তাঁদের হুল ফুটিয়ে দিল।
Hope,It Will Help You.If You Want Then Mark Me As Brainliest.
ভগবান কে পৃথিবীর দুরাবস্থার কথা জানানোর জন ব্যাঙ, মৌমাছি, মোরগ ও বাঘ তাদের নালিশ জানাতে ভগবানের প্রাসাদের উদ্দেশ্যে রওনা দিল। অনেক দিন যাত্রার পর তারা ভগবানের প্রাসাদে পৌঁছালো। গিয়ে দেখল ভগবানের মন্ত্রীরা পৃথিবীর দুরাবস্থার দিকে বিন্দুমাত্র দৃষ্টিপাত না করে নিজ স্ত্রীদের সঙ্গে মহানন্দে ভোজের উৎসবে মেতেছে। ভগবান তাদের প্রবেশে বাধা দিলে মৌমাছি তখন রক্ষীদের মুখে হুল ফোটাতে লাগল। বাঘ তাদের খেয়ে ফেলার ভয় দেখাল। মোরগও তাদের ডানা ঝাপটে ভয় দেখাল। তখন ভগবান মন্ত্রীদের তিরস্কার করল তাদের গাফিলতির জন্য।