১.৩ ‘মাভৈ: মাভৈ:' - এমন উচ্চারণের কারণ কী?
১.৪ ...দুজন বন্ধু নােক আসার কথা ছিল, – বন্ধুদের কোথা থেকে আসার কথা ছিল ?
Answers
Answered by
7
Answer:
Hope it's helpful for you
Explanation:
✌✌✌✌✌
Attachments:
Answered by
5
মাভৈ কথাটির অর্থ হল ভয় পেও না। অরাজকতা সম্পন্ন সমাজকে নাড়া দিলেই তার মধ্যে লুকানাে প্রাণ জেগে ওঠে। ত্রিকালরূপী শিব ধ্বংসের ত্রিশূল হাতে আবির্ভূত হন। তার আগমনে বসুন্ধরায় তৈরি হয় প্রলয়ের পরিবেশ। ভীতসশ্বস্ত হয়ে পড়ে সমস্ত জীবকুল। কিন্তু এই ধ্বংসের মাঝেই আছে সৃষ্টির আশ্বাস। এই কারণেই কবি মাভৈঃ মাভৈঃ' বলে উল্লাস প্রকাশ করেছেন।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবী গল্পে উদ্ধৃত লাইনটি আমরা দেখতে পাই। এনাঞ্জাং থেকে বন্ধুদের আসার কথা ছিল।
Similar questions