History, asked by gainarpita41, 3 months ago

১. ক স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও ; খ-স্তম্ভ ১.১ ভাইসরয় (ক) রাধাকান্ত দেব ১.২ চৈত্র মেলা (খ) তারকনাথ পালিত (গ) লর্ড ক্যানিং ১৩ জমিদার সভা ১.৪ বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট (ঘ) নবগােপাল মিত্র​

Answers

Answered by Anonymous
4

স্তম্ভ মিলিয়ে যে তথ্য পা তা হল নিম্নরূপ -

  • ভাইসরয় - লর্ড ক্যানিং
  • চৈত্র মেলা - নবগোপাল মিত্র
  • জমিদার সভা - রাধাকান্ত দেব
  • বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট - তারকনাথ পালিত

  • প্রথম স্তম্ভটির ক্ষেত্রে, ইংরেজ শাসিত ভারতে ব্রিটিশ সরকার দ্বারা শাসনের হেতু নিযুক্ত হতেন ভাইসরয়। ইংরেজ শাসনকালে ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং।
  • দ্বিতীয় স্তম্ভটির ক্ষেত্রে, রাজনারায়ণ বসু ও নবগোপাল মিত্রের যৌথ উদ্যোগে, ১৮৬৭ সাল নাগাদ কলকাতা শহরে চৈত্র সংক্রান্তির দিন একটি মেলা আয়োজিত হয় যা প্রথমে হিন্দু মেলা নামে পরিচিত ছিল। যেহেতু চৈত্র মাসে অনুষ্ঠিত হয়েছিল তাই এটি চৈত্র মেলা নামে পরিচিতি লাভ করে।
  • তৃতীয় স্তম্ভটির ক্ষেত্রে, ১৮৩৮ সালে রাধাকান্ত দেবের সভাপতিত্বে এবং দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে জমিদার সভা গড়ে ওঠে।
  • চতুর্থ স্তম্ভটির ক্ষেত্রে, ১৯০৬ সালে আইনজীবী তারকনাথ পালিতের উদ্যোগে গড়ে উঠেছিল বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট।
Similar questions