বায়ুর মধ্যে দিয়ে তড়িৎ চলাচল ঘটা সম্ভব কীসের জন্য ?
Answers
Answered by
26
Answer:
বায়ু কখনই তড়িৎ সুপরিবাহী বলতে যা বোঝায় তেমনটা হয় না, কিন্তু যখন যে কোন ভাবে বায়ু আয়োনাইজড হয়ে যায় (জলীয় বাষ্প বা অন্যান্য উপাদানের কারণে অথবা উচ্চতাপমাত্রায় অথবা উচ্চ বিভব পার্থক্য যদি সৃষ্টি হয়) তখন এটা পরিবাহীর মত কাজ করে, অর্থাৎ এর মাঝ দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয়।আর একটা বিষয় হল তড়িৎ চৌম্বকত্ব, এর জন্য বায়ুর উপাদানগুলো আয়নিত হয়ে যায়, এবং কিছুটা পরিবাহীর মত আচরণ করে। এই ঘটনা বেশি লক্ষ্য করা যায় উচ্চ বিভবের বৈদ্যুতিক লাইন গুলোতে। অথবা ট্রান্সফর্মারের মধ্যে। অনেক জায়গাতেই এটা দেখা যায়। স্পার্ক করে, এটাকে আর্ক হিসেবে চিহ্নিত করা হয় বা বলা হয়।
Explanation:
Answered by
0
বায়ুর মধ্যে থাকা জলীয় বাষ্প বায়ুর মধ্যে দিয়ে তড়িৎ চলাচল ঘটায়।
- যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চলাচল হয় তাদের তড়িৎ সুপরিবাহী বলে।
- বায়ুর মধ্যে থাকা জলীয় বাস্প আয়োনাইজড হয়ে গেলে বায়ু তড়িৎ সুপরিবাহী হয়।
- উচ্চ তাপমাত্রায় জলীয় বাষ্প বা অন্যান্য উপাদানে তড়িৎ সঞ্চার হয় যার কারণে উচ্চ বিভব পার্থক্য সৃষ্টি হয়। ও তখন এটি পরিবাহীর মত কাজ করে, অর্থাৎ এর মাঝ দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয়।
- আবার কখনও কখনও তড়িৎ চৌম্বকত্ব এর জন্য বায়ুর উপাদানগুলো আয়নিত হয়ে যায়, এবং কিছুটা পরিবাহীর মত আচরণ করে।
Similar questions