কীভাবে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন সুন্দর বনকে প্রভাবিত করছে ??
Answers
Answered by
0
Answer:
জলবায়ু পরিবর্তনের প্রভাব: ওজন ক্ষয়, ভূউষ্ণায়ন সুন্দরবনের প্রাকৃতিক ও আর্থসামাজিক অবস্থাকে সংকটময় করছে।
(ক) প্রাকৃতিক প্রভাব: ১.সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে।
২.ঘূর্ণিঝড় বনভূমি ধ্বংস করছে ও জলমগ্নতা জনজীবন বিপন্ন করছে।
৩.বর্ষাকালে বঙ্গোপসাগর খাড়িতে দ্রুতগতির মৌসুমী স্রোত, সুউচ্চ ঢেউ ও শক্তিশালী ঘূর্ণিঝড় পলিরাশি সরিয়ে নিয়ে গিয়ে উপকূলকে দারুণভাবে ক্ষয় করছে।
(খ)আর্থসামাজিক প্রভাব: ১. কৃষি জমির ধ্বংস।
২.জনবসতি পরিবর্তন: জমিহ্রাস, ঘূর্ণিঝড় ও সুনামির হাত থেকে নিরাপত্তার জন্য সুন্দরবনবাসীরা স্থানান্তরিত হচ্ছে।
Similar questions