History, asked by saifahmmed96, 1 month ago

শিক্ষা ক্ষেত্রে প্রাচীন গ্রিসের অবদান বর্ণনা করো?​

Answers

Answered by DEBOBROTABHATTACHARY
1

● শিক্ষাক্ষেত্রে প্রাচীন গ্রিকদের অবদান উল্লেখ করো।

মানবসভ্যতায় প্রাচীন গ্রিকদের অবিস্মরণীয় অবদান আছে। শিক্ষা, ইতিহাস, ভূগোল, দর্শন, পদার্থবিদ্যা, সাহিত্যের প্রতিটি শাখায় এই সভ্যতার প্রভাব বিশ্বজুড়ে এখনো আছে। শিক্ষা সম্পর্কে গ্রিক জ্ঞানী-গুণীরা ঐতিহাসিক, দার্শনিক, লেখক, কবিদের জ্ঞান আজও অনুসরণীয়। তারা নৈতিক, ধর্মীয়, সাধারণ ও বিশেষ শিক্ষা দিয়েছেন। কেউ কেউ মনে করতেন, সুশিক্ষত নাগরিকের হাতে দেশের শাসনভার দেওয়া উচিত। সরকারের জনগণের চাহিদা ও ভবিষ্যৎ লক্ষ্য অনুযায়ী শিক্ষাব্যবস্থা থাকা প্রয়োজন। তাদের শিক্ষার মূল উদ্দেশ্য ছিল আনুগত্য ও শৃঙ্খলাবোধ। স্বাধীন নগররাষ্ট্রগুলোতে তারা পড়াতেন। গ্রিসের ছেলেরা সাত বছর বয়স থেকে পাঠশালায় যেত। ধনীদের ছেলেমেয়েদের ১৮ বছর পর্যন্ত লেখাপড়া শেখানো হতো। কারিগর ও কৃষকের ছেলেরাও প্রাথমিক শিক্ষা পেত। তবে দাসদের সন্তানদের বিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ ছিল। মেয়েরাও কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে পড়তে পারত না। শিক্ষাব্যবস্থায় তাদের নীতিগুলো আজও কার্যকর আছে।

Similar questions