History, asked by rm1617952, 29 days ago

আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কিভাবে দেশকে স্বনির্ভর হওয়ার পথ দেখাতে চেয়েছিলেন?​

Answers

Answered by Kritee35
1

Answer:

ভারতের স্বাধীনতা আন্দোলনেও আচাৰ্য প্ৰফুল্ল চন্দ্ৰ রায়ের অবদান ছিল অপরিসীম। তিনি বলেন, ‘‘দেয়ার আর অকেশনস্ দ্যাট ডিমানডেড দ্যাট আই সুড লিভ দ্য টেস্ট টিউব টু অ্যাটেন্ড টু দ্য কল অফ দ্য কান্ট্রি। সায়েন্স ক্যান ওয়েট, স্বরাজ কান্ট।’’ তাঁর অর্জিত আয়ের প্রায় সবটুকুই দেশহিতার্থে দান করে গিয়েছেন।শিল্প স্বনির্ভর ভারত গড়ার লক্ষ্যে তাঁর প্রতিষ্ঠিত বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিকল ।এখানকার বহু পণ্য যেমন ফিনাইল, কালমেঘ, ক্যান্থারাইডিন অয়েল, ন্যাপথালিন, ইথুরিয়া অয়েনমেন্ট, অ্যাকুয়াটাইকোটিস সহ নানা ওষুধ অত্যন্ত জনপ্রিয়। সংস্থাটির সঙ্গে জুড়ে রয়েছে প্রায় চারশো কর্মীর পরিবার। সেই সঙ্গে জুড়ে আছে জাতীয়তাবাদী বাঙালির গৌরবগাঁথা।

Explanation:

I don't know Bengali very well.. I'm from Assam..

But hope my answer will help you.

Plz mark me as brainliest & fo-ll-ow me for the question/answers of class 9 -10th .

Similar questions