Geography, asked by daspriyanka12446, 8 days ago

কানাডিয়ান সিল্ড অঞ্চলের শিল্প গুলি নদীর তীরে গড়ে ওঠার কারন কি??​

Answers

Answered by ahmedome31
1

Answer:

শিল্ড অঞ্চল কৃষিকাজে উন্নত নয়। ... তবে হাডসন উপসাগর ও সেন্ট লরেন্স নদীর তীরবর্তী অঞ্চলে স্বল্প পরিমাণ গম, যব, আলু, ওট, বিট চাষ করা হয়।

Answered by DEBOBROTABHATTACHARY
1

কানাডার শিল্ড অঞ্চল কৃষিকাজে সমৃদ্ধ না হলেও শিল্পে যথেষ্ট উন্নত। শিল্প অঞ্চল গুলির বেশিরভাগ ই নদীর তীরে গড়ে উঠেছে। তার কারণ গুলি হলো-

- শিল্ড অঞ্চলে বৃষ্টি খুবই সামান্য পরিমানে হয়, তাই শিল্পের জন্য পর্যাপ্ত পরিমাণ জল সঞ্চয় করার জন্য স্থানীয় ম্যাকেঞ্জি, চার্চিল, নেলসন প্রভৃতি নদীর উপর নির্ভর করতে হয়।

- নদী তীরবর্তী অঞ্চলে বনভূমির পর্যাপ্ত কাঠ, বন্যপশুর লােমশ চামড়া এবং খনিজ পদার্থের সহজ লভ্যতা শিল্পে কাজে লাগে।

- এছাড়াও স্থানীয় নদীগুলি থেকে উৎপন্ন জলবিদ্যুৎ শক্তির প্রাপ্যতা শিল্প গুলিকে বেশ সাহায্য করে থাকে।

Similar questions