Chemistry, asked by sanicivilengineer, 23 days ago

৮। অ্যামােনিয়াম অণুর আকৃতি কিরূপ ? ক) কৌণিক খ) রৈখিক গ) চতুস্থলকীয় ঘ) পিরামিডীয়​

Answers

Answered by TrustedAnswerer19
3

প্রথম কথা যে, অ্যামােনিয়াম অণু সঠিক নয়।

অ্যামােনিয়াম মূলক হচ্ছে সঠিক।

_____________

প্রথমে অ্যামােনিয়াম অণুর সংকরণ (x) বের করতে হবে।

অ্যামােনিয়াম মূলক → NH_4^+

x =  \frac{1}{2} (V + M - C + A)

V= কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা সেলের ইলেকট্রন সংখ্যা

M = একযোজী মৌলের সংখ্যা

C = ক্যাটায়নের চার্জ

A = অ্যানায়নের চার্জ

 \therefore \: x =  \frac{1}{2} (5 + 4 -  1+ 0)  = 4

সংকরণের অবস্থা = sp^3

এবং কোনো মুক্তজোড় ইলেকট্রন নেই।

সুতরাং, অ্যামােনিয়াম মূলকের আকৃতি চতুস্তলকীয়।

Similar questions