ব্লু-রিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
Answers
Answer:
প্রায় ৪০ কোটি (৪০০ মিলিয়ন) বছর আগে সিলুরিয়ার সময়কালে উত্তর আমেরিকার মেরিল্যান্ড প্রান্তে তৈরি শুরু হয়েছিল ব্লু রিজ পর্বতমালার। আর ৩২ কোটি বছর আগে উত্তর আমেরিকা ও ইউরোপের ভূ-প্রাকৃতিক সংঘর্ষে উত্তর-পশ্চিম থেকে সম্প্রসারিত হতে হতে এটি পূর্ব প্রান্ত পর্যন্ত স্থিত হয়।
আজ সেই পর্বতমালা পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের স্বতন্ত্র একটি প্রদেশ, যা দু’টি প্রধান জাতীয় উদ্যান শেনদোভা ও গ্রেট স্মোকি এবং সেগুলোকে সংযুক্তকারী ৭৫৫ কিলোমিটারের সুন্দর মহাসড়ক ব্লু রিজ পার্কওয়ে বেষ্টিত। পুকুর, হ্রদ, নদী, খাঁড়ি ও জলপ্রপাতের, বনের প্রশান্ত পরিবেশ, অনেক গাছপালা ও প্রাণীদের প্রাকৃতিক বাসস্থান ব্লু রিজ এমনিতেই এক ভয়ঙ্কর সুন্দর পর্বতমালা।
Answer:
File Explorer is the file management application used by Windows operating systems to browse folders and files. It provides a graphical interface for the user to navigate and access the files stored in the computer. The main way to access the File Explorer is by clicking the folder icon in the Taskbar