অনুঘটকের চারটি বৈশিষ্ট্য লেখ?
Answers
Answered by
3
Answer:
একটি অনুঘটক এর বৈশিষ্ট্য নিম্নরূপ:
অনুঘটক শারীরিক পরিবর্তন হতে পারে কিন্তু রাসায়নিক নয়।
অনুঘটকগুলির অল্প পরিমাণ ক্যাটালাইসিসের জন্য যথেষ্ট।
অনুঘটক প্রতিক্রিয়ার হার সক্রিয় করে কিন্তু শুরু করতে পারে না।
অনুকূল কার্যকলাপ সর্বোত্তম তাপমাত্রায় সর্বাধিক।
Answered by
2
Answer:
1)অনুঘটক রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে কিন্তু বিক্রিয়ার শেষে আবার তাকে ফিরে পাওয়া যায়,
2) এমন কোন অনুঘটক হয় না যা সব বিক্রিয়ায় বেগ বাড়াতে পারে,
3) কোন বিক্রিয়ায় কোনো অনুঘটক উপযোগিতা পরীক্ষা করে বার করতে হয় সমীকরণ দেখেই বলা যায় না
Similar questions