History, asked by alfiayesmin786ind, 1 month ago

গজমতি দিয়ে বাক্য গঠন​

Answers

Answered by ηιѕн
1

শবেবরাত Bengali definition [শবেবরাত্‌] (বিশেষ্য) পাপমুক্তি রজনী; সৌভাগ্য রজনী; চান্দ্র শাবান মাসের চতুর্দশ দিন-এই দিন পিতৃকুলের মুক্তি কামনায় মুসলমানেরা রুটি হালুয়া বিতরণ করেন (শবে-বরাতের রজনীতে গোরস্থানের মৃৎ প্রদীপ যেমন ক্ষণেকের তরে ক্ষীণ আলো দিয়ে নিবে যায়, তেমনি-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) শব+ (আরবি) বার’আত}

Answered by Anonymous
2

Explanation:

এটি এই উইকিঅভিধান প্রকল্পে বিভিন্ন সম্পাদক কর্তৃক সংযোজিত শব্দ সমূহের তালিকা; এই তালিকায় থাকা প্রতিটি ভূক্তির অর্থ এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য এখানে আছে বিধায় তালিকার প্রতিটি শব্দ / শব্দগুচ্ছো নীল বর্ণে দেখাচ্ছে।

উল্লেখ্য যে, এই তালিকার কোনো শব্দ / শব্দগুচ্ছো লাল দেখালে সেটি এখানে ভুলক্রমে যুক্ত করা বলে বিবেচনা করতঃ, সেটিকে সংযোজন করতে হবে শিরোনমের পাতায় স্থানান্তর করতে হবে।

Similar questions