বাংলা রচনা বর্ষ বিদ্যুৎ বাতি
Answers
ভূমিকা : আধুনিক যুগ বিজ্ঞানের যুগ। বিজ্ঞানের আশীর্বাদে মানুষ আজ জলে-স্থলে, আকাশে বাতাসে, মর্ত্যে-মহাকাশে সূত্র দোর্দণ্ড প্রতাপে বিরাজ করছে। বিজ্ঞানের আশীর্বাদে মানুষ নজরুলের সেই বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে” কথাটিকে বাস্তবে রূপ দিয়েছে।মানুষ এখন ঘরে বসে মুহুর্তের মধ্যে সারা বিশ্বের সব খবর নিতে পারে। বিজ্ঞানের আর্শীবাদে মানুষ আজ দীর্ঘজীবী হয়েছে, প্রায় সব ধরনের অসম্ভবকে সম্ভবে পরিণত করেছে। বিজ্ঞানের এ আশ্চর্য সাফল্যের সূত্রপাত হয় যে আবিষ্কারটির মাধ্যমে সেটি হচ্ছে বিদ্যুৎ। মানবসভ্যতার ইতিহাসে বিজ্ঞানের যত অবদান আছে তার মধ্যে সবচেয়ে সবচেয়ে বড় অবদান হচ্ছে বিদ্যুতের আবিষ্কার। কারণ বিজ্ঞানের অন্যান্য যে আবিষ্কার তা হয়েছে কোনো না কোনোভাবে বিদ্যুতের সহযোগিতার মাধ্যমে। আর বর্তমান মানব সভ্যতার কথা তো বিদ্যুৎ ছাড়া কল্পনাই করা যায় না। বিদ্যৎ হচ্ছে বর্তমান সভ্যতার জীবন প্রদীপ, যা ছাড়া মানুষ আর এক মুহূর্তও চলতে পারে না।