২) স্পর্শ বর্ণ কাকে বলে? উদাহরণ দাও।
Answers
Answer:
ক থেকে ম পর্যন্ত পঁচিশটি বর্ণ উচ্চারণকালে মুখ গহ্বরের কোন না কোন অংশে স্পর্শ করে, এগুলোকে স্পর্শ ধ্বনি বলে।
Explanation:
উচ্চারণ স্থানের নাম অনুসারে এগুলোকে ৫ ভাগে ভাগ করা হয়েছে।যথাঃ
▪︎কন্ঠ্য ধ্বনিঃ ক, খ, গ, ঘ, ঙ
▪︎তালব্য ধ্বনিঃ চ, ছ, জ, ঝ, ঞ
▪︎মূর্ধন্য ধ্বনিঃ ট, ঠ, ড, ঢ, ন
▪︎দন্ত্য ধ্বনিঃ ত, থ, দ, ধ, ন
▪︎ওষ্ঠ্য ধ্বনিঃ প, ফ, ব, ভ, ম
Hope it's helpful
THANK YOU
Answer:
বাংলা বর্ণমালার যেসকল বর্ণগুলি উচ্চারণ করার সময় জিভের কোনো অংশের সাথে কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত এবং ওষ্ঠের স্পর্শ ঘটে, সেই সকল বর্ণগুলিকে স্পর্শ বর্ণ বলে. অর্থাৎ যেসকল বর্ণগুলি উচ্চারণকালে জিভের সাথে মুখ গহ্বরের কোন না কোন অংশের স্পর্শ ঘটে, সেগুলিকে স্পর্শ বর্ণ বলে.
ক থেকে ম পর্যন্ত মোট ২৫টি বর্ণ স্পশ বর্ণের মধ্যে পরে কারণ এই ২৫টি বর্ণ উচ্চারণের সময় জিভের সাথে মুখ গহ্বরের কোন না কোন অংশের স্পর্শ ঘটে.
Explanation:
উচ্চারণ স্থানের নাম অনুসারে এগুলোকে ৫ ভাগে ভাগ করা হয়েছে।যথাঃ
- কন্ঠ্য ধ্বনিঃ ক, খ, গ, ঘ, ঙ
- তালব্য ধ্বনিঃ চ, ছ, জ, ঝ, ঞ
- মূর্ধন্য ধ্বনিঃ ট, ঠ, ড, ঢ, ন
- দন্ত্য ধ্বনিঃ ত, থ, দ, ধ, ন
- ওষ্ঠ্য ধ্বনিঃ প, ফ, ব, ভ, ম
To know more about Bengali language, follow the given links -
- https://brainly.in/question/2391436
- https://brainly.in/question/13598677