গুলির উত্তর দাও : ‘সেই স্তব্দতার মধ্যে উবার ফিশফিশ গলা শুনতে পেলাম’— উবা কোন কথা ফিশফিশিয়ে বলে উঠেছে
Answers
Answered by
1
১. 'সেই স্তব্ধতার মধ্যে উবার ফিশফিশ গলা শুনতে পেলাম' - উবা কোন্ কথা ফিশফিশিয়ে বলে উঠেছে? উত্তরঃ উবা ফিশফিশ করে বলে বোতোকে দেখানোর চেষ্টা করছিল।
please mark as brainlist
Answered by
0
Answer: অমরেন্দ্র চক্রবর্তীর ‘আমাজনের জঙ্গলে’ গল্পে ফিসফিস করে বলে উঠেছিল ‘বোতো!, বোতো!’ অর্থাৎ উবা জলের দিকে আঙুল দেখিয়ে বোঝাতে চাচ্ছিল যে বোতোকে দেখা যাচ্ছে।
গল্পকথক মনে মনে বলেছিলেন যে বোতো যদি সত্যিই আমাজনের রক্ষাকর্তা হয় তাহলে সে যেন কথককে তার মা-বাবা আর স্কুলের বন্ধুদের কাছে ফিরে যাওয়ার উপায় বলে দেয়।আমাজনের জঙ্গলে লেখক ঘুরতে গেলে | যে ছেলেটি লেখক কে ঘুরতে সাহায্য করেছিল | সেই ছেলেটির নাম উবা। ভ্যান রিক্সায় অনেকটা টিনের বড় বাক্সের মতাে দেখতে চারিদিক বন্ধ গাড়িতে ছােট্ট ছােট্ট | ছেলেমেয়েরা গাদাগাদি করে বসে স্কুলে যাচ্ছে|
Similar questions