ত্রিপাক্ষিক সংঘর্ষ এর সংক্ষিপ্ত টিকা
Answers
Answer:
প্রাচীন বাংলার ইতিহাসে যে কজন শাসক তাদের আপন আলোয় ইতিহাসে সমুজ্জ্বল, তাদের মধ্যে অন্যতম পাল বংশীয় শাসক ধর্মপাল। উত্তর ভারতের রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে ইতিহাসের বিখ্যাত ত্রিপক্ষীয় সংঘর্ষের পেছনে মূল নিয়ামক ছিলেন তিনিই। ত্রিপক্ষীয় সংঘর্ষে পরাজিত হয়েও তিনি ভোগ করতে সমর্থ হয়েছিলেন জয়ের স্বাদ।
ধর্মপালের পরিচয়
ধর্মপাল ছিলেন পাল বংশের দ্বিতীয় শাসক। পাল বংশীয় শ্রেষ্ঠ শাসক হিসেবেই ধরা হয় তাকে। কারণ তিনিই পাল বংশকে একটি শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করিয়েছিলেন। প্রথম পাল শাসক গোপালের পুত্র ছিলেন ধর্মপাল। তার পিতা গোপালকে ধরা হয় প্রাচীন বাংলার ইতিহাসে প্রথম নির্বাচিত শাসক। শশাঙ্কের পর বাংলা অঞ্চল দীর্ঘদিন শাসকবিহীন থাকায়, এ অঞ্চলে একটি দীর্ঘ সময় ধরে ‘মাৎস্যন্যায়’ বা অরাজক পরিস্থিতি চলতে থাকে। তিব্বতীয় ঐতিহাসিক লামা তারানাথের মতে, এসময় ‘প্রকৃতিপুঞ্জ’ কর্তৃক রাজা নির্বাচিত হন গোপাল। তবে প্রকৃতিপুঞ্জ বলতে তারানাথ জনসাধারণ না নেতৃস্থানীয় ব্যক্তিদের বুঝিয়েছেন, তা নিয়ে ঐতিহাসিকদের মতবিরোধ আছে। যাই হোক, গোপাল ৭৭০ খ্রিস্টাব্দের দিকে মৃত্যুবরণ করলে সিংহাসনে আরোহণ করেন ধর্মপাল।