কী কী উপায়ে উদ্ভিদে স্বপরাগযোগ ঘটতে পারে?
Answers
Answered by
18
Explanation:
একটি ফুলের থেকে পরাগরেণু সেই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়। একটি ফুলের থেকে পরাগরেণুর সেই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়। একই ফুলের থেকে পরাগরেণু ওই ধরনের অন্য গাছের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়।
Answered by
4
নিম্ন লিখিত তিন টি উপায়ে স্বপরাগযোগ ঘটতে পারে-
সেগুলি নিম্নে বর্ণনা করা হল -
(i) একটি ফুলের থেকে পরাগরেণু সেই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলে স্বপরাগযোগ ঘটতে পারে।
(ii) একটি ফুলের থেকে পরাগরেণুর সেই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলে ও স্বপরাগযোগ ঘটা সম্ভব,
(iii) একই ফুলের থেকে পরাগরেণু ওই ধরনের অন্য গাছের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলে ও স্বপরাগযোগ ঘটা সম্ভব।
Similar questions