Physics, asked by dasrishav436, 1 month ago

আলোর বিক্ষেপণ কাকে বলে?​

Answers

Answered by shreyamaurya589
6

Answer:

আলোর বিক্ষেপণ কাকে বলে?

এটি শুনুন

কোন কণিকার ওপর আলো পড়লে সেই কণিকা আলোকে বিভিন্ন দিকে ছড়িয়ে দেয়, যাকে আলোর বিক্ষেপণ বলে। যে আলোর তরঙ্গদৈর্ঘ্য যত কম, সেই আলোর বিক্ষেপণ তত বেশি হয়। আলোর বিক্ষেপণ এর তরঙ্গদৈর্ঘ্যের চতুর্ঘাতের ব্যস্তানুপাতিক। নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম, তাই আকাশে এই আলোর বিক্ষেপণ বেশি হয় এবং আকাশ নীল দেখায়।

Answered by km326839gmail
2

কোনাে বস্তুকণা কিংবা গ্যাস অণুর ওপর তাদের আকারের সমতুল্য তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট কোনো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যদি এসে পড়ে, তবে ওই বস্তুকণা তরঙ্গ থেকে শক্তি শােষণ করে। ওই শােষিত শক্তি আবার তরঙ্গের আকারে বিক্ষেপণ চারদিকে ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে আলোর বি (scattering) বলে।

বিক্ষেপণের মাত্রা আলাের তরঙ্গদৈর্ঘ্যের চতুর্থ ঘাতের সঙ্গে ব্যস্তানুপাতিক। তাই যে বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য কম, সেই আলাে বেশি বিক্ষিপ্ত হয়। অর্থাৎ বেগুনি বা নীল আলোর তীব্রতা বিক্ষেপণের ফলে বেশি হবে। সূর্যের সাদা আলাে বায়ুতে ভাসমান ধূলিকণা ও বিভিন্ন গ্যাস অণু দ্বারা বিক্ষিপ্ত হওয়ার পর তার মধ্যে উপস্থিত বেগুনি ও নীল বর্ণের আলোর তীব্রতা সবচেয়ে বেশি হয়। আমাদের চোখ বেগুনি আলোর অপেক্ষা নীল আলোর প্রতি বেশি সংবেদনশীল। তাই বায়ুমণ্ডলের সূর্যের বিক্ষিপ্ত আলো আমাদের চোখে এসে পৌঁছালে নীল আলোর অধিক বিক্ষেপণের জন্য আমরা আকাশকে নীল দেখি।

Similar questions
English, 9 months ago