History, asked by ahmadreja935, 1 day ago

ধর্মচক্র প্রবর্তন বলতে কী বোঝো ?​

Answers

Answered by samparaksht05
2

Answer:

সিদ্ধার্থ গয়ার কাছাকাছি একটি পিপল গাছের নীচে বসে তপস্যা করেছিলেন। সেখানেই তার বোধি বা জ্ঞান লাভ হয় বলে ঐ গাছটিকে বোধিবৃক্ষ বলা হয়। গয়া থেকে গৌতম বুদ্ধ বারাণসীর কাছে সারনাথে যান। সেখানে পাঁচজন সঙ্গীর মধ্যে তাঁর উপদেশ প্রথম প্রচার করেন। এই পাঁচজনই তাঁর প্রথম পাঁচ শিষ্য হয়েছিলেন। তাঁদের কাছে তিনি মানুষের জীবনে দুঃখের কারণগুলি ব্যাখ্যা করেন। পরবর্তী সময়ে ঐ ঘটনাকে ধর্মচক্র প্রবর্তন বলা হয়েছে।

Explanation:

  • Hope it will help you
Similar questions