আপনারে লয়ে বিব্রত রোহিত আসে নাই কেহ অবনী পরে সকলের তরে আমরা প্রত্যেকে আমরা পরের তরে।
নিন্দুকের বাসি আমি সবার চেয়ে ভালো যুগ জনমের বন্ধু আমার আঁধার ঘরের আলো। সবাই মরে ছড়াতে পারে বন্ধু যারা আছে নিন্দুক সে ছোঁয়ার মত থাকবে পাছে পাছে। নিন্দুক সে বেঁচে থাকুক বিশ্বহিতের তরে, আমার আশা পূর্ণ হবে তাহার কৃপা ভরে।
ক. ‘প্রশমিতে’ — শব্দটির অর্থ কি?
খ. ‘সংশয়ে সংকল্প সদা টলে’ — উক্তিটি ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে প্রথম অংশের বক্তব্য ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার কোন স্তবকের বিপরীত ভাব ধারণ করেছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে তৃতীয় অংশের নিন্দুক ও ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার নিন্দুকের তুলনামূলক আলোচনা করো।
Answers
Answered by
2
Answer:
নিন্দুকের বাসি আমি সবার চেয়ে ভালো যুগ জনমের বন্ধু আমার আঁধার ঘরের আলো। সবাই মরে ছড়াতে পারে বন্ধু যারা আছে নিন্দুক সে ছোঁয়ার মত থাকবে পাছে পাছে। নিন্দুক সে বেঁচে থাকুক বিশ্বহিতের তরে, আমার আশা পূর্ণ হবে তাহার কৃপা ভরে।
Similar questions
Environmental Sciences,
26 days ago
India Languages,
26 days ago
Science,
26 days ago
Physics,
1 month ago
Math,
9 months ago
Math,
9 months ago