Hindi, asked by monster5499, 2 days ago

৩. 'বাচ্চাদের জন্য খাদ্য সঞ্চিত রেখেই সে খালাস।' - কোন্‌ রচনার অংশ? কাদের সম্পর্কে আলোচনা প্রসঙ্গে লেখক এমন মন্তব্য করেছেন? তাঁর এমন মন্তব্যের কারণ কী?

Answers

Answered by jacobriya9
0

Answer:

গোপাল চন্দ্র ভট্টাচার্যের কুমোরে পোকার বাসা বাড়ি গল্পের অংশ কুমোর পোকা সম্পর্কে আলোচনা করেছেন| কুমোর পোকারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে দশ-পনেরোটা মাকড়সা সংগ্রহ করে সেই কুটিরের মধ্যে জমা করে দুই 3 ডেলা মাটি সংগ্রহ করে কুকুরের মুখ বন্ধ করে দেয় এবং পাশে নতুন পুতির তৈরি করে সেগুলোর জন্য মাকড়সা পূর্ণ করে ডিম পাড়ে আবার বন্ধ করে দেয়/ এরূপ একটি বাসার মধ্যে চারটি পাঁচটি কুটির নির্মিত করে তারা এবং ডিম পাড়া সম্পূর্ণ হয়ে গেলে তারা ইচ্ছে মত যে কোন স্থানে চলে যেতে পারে বাসা কোন খোঁজ-খবর নেয় না

Similar questions