প্রতিবেদন রচনার পিছনে থাকে কি ?
Answers
প্রতিবেদন রচনা হল কোন নির্দিষ্ট বিষয় সম্পর্কে সঠিক তথ্য সমৃদ্ধ বিবরণ । ইংরেজিতে রিপোর্ট (Report) আর বাংলায় হল প্রতিবেদন । মূলত সংবাদপত্র বা সংবাদমাধ্যমে প্রকাশের উপযোগী তথ্য সমৃদ্ধ সহজ সরল ভাষায় সংবাদ পরিবেশন করাকে বলা হয় প্রতিবেদন । সুনির্দিষ্ট নিয়ম মেনে সহজ সরল প্রাঞ্জল ভাষায় সঠিক তথ্য দিয়ে বিষয়টি সম্পর্কে পাঠক-কে একটি সুস্পষ্ট ধারনা দিতে হয় ।
● বিষয় ও চরিত্র অনুযায়ী প্রতিবেদন বিভিন্ন রকমের হতে পারে
৲ ঘটনা বা দুর্ঘটনা জনিত প্রতিবেদন ।
৲ তদন্ত ভিত্তিক প্রতিবেদন ।
৲ খেলাধুলা, বিজ্ঞান প্রযুক্তি , পরিবেশ বিষয়ক প্রতিবেদন ।
৲ সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন।
৲ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বিষয়ক প্রতিবেদন ।
৲ সম্পাদকীয় প্রতিবেদন ইত্যাদি
● একটি ভালো মানের প্রতিবেদন লিখতে হলে যেসব বিষয় গুলি মাথায় রাখতে হবে -
৲ প্রতিবেদন হবে সংক্ষিপ্ত এবং তথ্যপূর্ণ ।
৲ সমস্ত তথ্য হবে নির্দিষ্ট, সুনির্বাচিত, নির্ভুল , সম্পূর্ণ এবং সহজ সরল ভাষায় ।
৲ প্রতিবেদনে একটি শিরোনাম থাকবে ।
৲ শিরোনাম এমন হবে যেন শিরোনাম দেখে পাঠকের কৌতূহল জাগে এবং প্রতিবেদনটি পড়ার ইচ্ছা হয় ।
৲ শিরোনামের সঙ্গে বিষয়বস্তুর মিল থাকা আবশ্যিক ।
৲ প্রতিবেদনে কখনই ভবিষ্যৎবাণী করা উচিৎ নয় ।
● প্রতিবেদনের আবশ্যিক কিছু অংশ -
৲ শিরোনাম
৲ প্রতিবেদকের নাম
৲ স্থান
৲ তারিখ