India Languages, asked by priya642bis, 1 month ago

“বিশ্বের বুক ফেটে বয়ে যায় এই গান- কোন্ হতাশার কান্না বিশ্বজুড়ে বয়ে যায় ?​

Answers

Answered by Anonymous
4

প্রদত্ত প্রশ্নের উত্তর হলো নিম্নরুপ -

  • উদ্ধৃত অংশটি কবি বুদ্ধদেব বসু রচিত হাওয়ার গান নামক কবিতা থেকে নেওয়া হয়েছে।
  • এই কবিতায় কবি হাওয়ার একটি ক্লান্ত,দুঃখময় তথা হতাশাজনক চিত্র তুলে ধরেছেন। এই প্রসঙ্গে কবি বলেছেন যে - এই হাওয়ারা দিবারাত্রি ঘুরেঘুরে মরে, এবং তাদের বিচরণ সমুদ্র,পাহাড়,অরণ্য,বন্দর থেকে শুরু করে নগর,প্রান্তর এমনকি নাট্যশালা ইত্যাদি সবস্থানেই পরিলক্ষিত হয়।
  • সর্বত্রই এবং সবসময়ের জন্য এমন বিচরণ করা সত্বেও হাওয়ার দল কোন প্রকৃত আশ্রয় খুঁজে পায় না। তাদের দেশ,বাড়ি,ঠিকানা বলে কিছুই নেই, তারা চিরকালের জন্য চলমান, তাদের কাছে স্থিরতা দুর্লভ। তাই তারা শুধুই কেঁদে মরে। এই আশ্রয় তথা বিশ্রাম না পাওয়ার হতাশার কান্নার কথাই উদ্ধৃত প্রসঙ্গে বলা হয়েছে।
Similar questions