আইসোইলেকট্রনিক-দের রাসায়নিক ধর্ম একই না ভিন্ন কারণসহ লেখ।
Answers
Answered by
1
Answer:
আইসোইলেকট্রনিকঃ যে সকল পরমাণু, অনু বা আয়নের মধ্যে ইলেকট্রন সংখ্যা সমান থাকে তাদেরকে পরস্পরের আইসোইলেকট্রনিক বলে।
যেমন - F₂ অণুতে মোট ইলেকট্রন সংখ্যা = (9+9) =18,
ইথেন (C₂H₆) অণুতে মোট ইলেকট্রন সংখ্যা =(6x2 + 1x 6) = 18,
আর্গন (Ar) এর মোট ইলেকট্রন সংখ্যা =18,
আবার ফসফোনিয়াম (PH₄+) এর মোট ইলেকট্রন সংখ্যা =( 15 + 1x3 ) = 18.
এদের সবার ইলেকট্রন সংখ্যা সমান হওয়ায় এরা পরস্পরের আইসোইলেকট্রনিক।
Explanation:
আশা করি এটি আপনাকে সাহায্য করবে।
Similar questions