বরফের মধ্যে ফারেনহাইট থার্মোমিটার এর পাঠ কত?
Answers
Answer:
ফারেনহাইট হল তাপমাত্রা পরিমাপের স্কেল, যা ১৭২৪ সালে প্রস্তাব করা হয় এবং জার্মান পদার্থবিদ ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট (১৬৮৬–১৭৩৬) এর নামানুসারে নামকরণ করা হয়। বর্তমানে বিশ্বের অধিকাংশ দেশে তাপমাত্রা পরিমাপের জন্য সেলসিয়াস স্কেল ব্যবহৃত হচ্ছে।[১] যুক্তরাষ্ট্র সহ আরও অল্প কিছু দেশ যেমন- ব্রাজিলে এখনও ফারেনহাইট স্কেল ব্যবহৃত হচ্ছে।[
please bro
please drop some ❤️❤️❤️
please f-o-l-l-o-w m-e bro
please mark as brilliant
Explanation:
. পারদ থার্মোমিটার যন্ত্রটি হল সমান ব্যাসের সূক্ষ্ম ছিদ্রবিশিষ্ট কাচের একটি নল।
২. এই নলের এক প্রান্তে পারদপূর্ণ পাতলা দেওয়ালবিশিষ্ট একটি বাল্ব থাকে, অন্য প্রান্তটি বন্ধ করা থাকে।
৩. থার্মোমিটারের বাল্বটি সম্পূর্ণরূপে এবং নলটির কিছু অংশ পূর্ণ থাকে। নলের বাকি অংশে পারদ বাষ্প ছাড়া আর কিছু থাকে না।
৪. নলটির গায়ে তাপমাত্রা স্কেল আকা থাকে।
৫. যে বস্তুর উষ্ণতা মাপতে হবে সেই বস্তুর সংস্পর্শে থার্মোমিটারের বাল্বটি আনলে ওর মধ্যস্থ পারদের আয়তন বেড়ে যায়, ফলে বাল্বের পারদ, নলের সরু ছিদ্র দিয়ে উঠে যে দাগ পর্যন্ত পৌঁছায়, সেটি ওই বস্তুর উষ্ণতা নির্দেশ করে।