Biology, asked by satakshi4306, 1 month ago

স্পাইকা'-র ক্ষেত্রে রোলার ব্যান্ডেজ কিভাবে ব্যবহার করা হয়?

Answers

Answered by DEBOBROTABHATTACHARY
0

রোলার ব্যান্ডেজ বাধার নিয়ম :-

১. মুক্ত প্রান্ত কিছু বাড়তি রেখে আহত স্থানের উপর স্থাপন করে ব্যান্ডেজ বাঁধতে হয়।

২. নীচ থেকে উপর দিকে ব্যান্ডেজ বাঁধতে হয় এবং বাইরের দিক থেকে এনে সামনের দিকে রিফনট দিয়ে শেষ করতে হয়।

৩. ব্যান্ডেজের প্রতি স্তর যেন পূর্বের স্তরের অন্ততঃ দুই তৃতীয়াংশ ঢেকে রাখে সেদিকে খেয়াল রাখতে হবে।

৪. ব্যান্ডেজ বাধার সময় খেয়াল রাখতে হবে যেন বেশী শক্ত করে বাধা না হয়।

Attachments:
Similar questions