ছেলে হোষ্টেলে থাকে তার টাকার দরকার,এই ভাবে বাবাকে চিঠি লেখল, "চন্দ্র পৃষ্ঠে চন্দ্র দিয়া গ্ৰহ যুক্ত করি উহতে যে অঙ্ক হইবে লহ যত্ন করি। তহা হইতে অধ'ত্যাজি পৃষ্ঠে শূণ্য দিয়া সেই পরিমান টাকা মোরে দিও পঠাইয়া"। কত টাকা পাঠাতে বলেছে?
Answers
Answered by
2
প্রদত্ত,
টাকার পরিমাণের সূত্র = চন্দ্র পৃষ্ঠে চন্দ্র দিয়া গ্ৰহ যুক্ত করি উহতে যে অঙ্ক হইবে লহ যত্ন করি। তহা হইতে অধ'ত্যাজি পৃষ্ঠে শূণ্য দিয়া সেই পরিমান টাকা মোরে দিও পঠাইয়া।
নির্ণেয়,
টাকার পরিমাণ নির্ণয় করা।
সমাধান,
নিম্নলিখিত উপায়ে আমরা সহজেই গাণিতিক সমস্যার সমাধান করতে পারি।
প্রচলিত প্রবাদ অনুযায়ী আমরা জানি,
একে চন্দ্র = ১
আর,
নয়ে নবগ্রহ = ৯
তাই,
চন্দ্র পৃষ্ঠে চন্দ্র = ১-এর পিঠে ১ = ১১
গ্রহ যুক্ত করি = ১১+৯ = ২০
তাহা হইতে অধ'ত্যাজি (অর্ধেক বাদ দেওয়া) = ২০/২ = ১০
শূণ্য = ০
পৃষ্ঠে শূণ্য দেওয়া = ১০০ (অন্তিমে একটি শূন্য বসানো হল)
মোট টাকার পরিমাণ = ১০০ টাকা
(এটিকেই আমরা অন্তিম উত্তর হিসেবে ধার্য করবো)
অতএব, ছেলেটি তার বাবার কাছ থেকে ১০০ টাকা চেয়ে পাঠিয়েছিল।
Similar questions
English,
18 hours ago
Environmental Sciences,
18 hours ago
Math,
18 hours ago
Science,
8 months ago
English,
8 months ago