গ্রীনহাউস ইফেক্ট বলতে কী বোঝো?
Answers
Answered by
0
Answer:
গ্রীন হাউজ বলতে বোঝায় কাচের ঘর। শীতপ্রধান দেশে এই কাচের ঘরে শাক সবজি চাষ করা হয় প্রধানত বাইরে থেকে আসা সূর্যালোকে ঘরের মধ্যে ধরে রাখার জন্য এবং সাধারণ উষ্ণতা বজায় রাখার জন্য এমনকি অতিরিক্ত শীত থেকে উদ্ভিদের রক্ষা করবার জন্য এটি ব্যবহৃত হয়।
এর একটি প্রভাব যা আমাদের পৃথিবীর ক্ষেত্রে লক্ষ্য করা যায়। সূর্য থেকে বিকিরণ পদ্ধতি তে আসা তাপ পৃথিবীর বায়ুমণ্ডল কে উত্তপ্ত করে তোলে এবং সেই তাপ বেশিরভাগ অংশটাই পৃথিবী থেকে বাইরে বেরিয়ে যেতে পারেনা। যার ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পায়। ইহাকে গ্রীন হাউস এফেক্ট বলে। CO2 প্রধান গ্রীন হাউস গ্যাস।
Similar questions