India Languages, asked by dolasenguptam02, 1 month ago

নবম শ্রেণীর দাম গল্পে চোখে জল আসার কারণ কী ?​

Answers

Answered by pd6960559
0

Answer:

আলোচ্য উদ্বৃতিটির বক্তা "দাম" গল্পের কথকের মাস্টারমশাই স্কুলের বিভীষিকা অঙ্কের মাস্টারমশাই ছিলেন নাছোর স্বভাবের। যে কোনো উপায়ে তিনি ছাত্রদের অঙ্ক শেখাতে চাইতেন। অংকে আশ্চর্য পরিস্কার ছিল মাথা। যেসব জটিল অঙ্ক ছাত্ররা ঘন্টার পর ঘন্টা কষেও সমাধান করতে পারত না, মাস্টারমশাই তা কষে দিতেন নিমেষে। ছাত্ররা মনে করত পৃথিবীর যত অঙ্ক আছে সব যেন তার মুখস্ত। স্কুলের মেধাবী ছাত্ররাও তার ভয়ে তটস্থ হয়ে থাকত। যারা অঙ্কে কাচা মাস্টারমশাই এর প্রকান্ড চড় খেয়ে তাদের চোখে জল এসে যেত।

Explanation:

plz me mark as a brain

Similar questions