৩.৬ নীল তদন্ত কমিশনের রিপাের্টে কী বলা হয়েছিল ?
৩.৭ এনফিল্ড রাইফেলের বৈশিষ্ট্য কী ছিল?
Answers
Answer:
Nice question
Explanation:
3.6 নীলচাষ আর তার ইতিহাস সংরক্ষণে উদ্যোগী হল রাজ্য সরকার । এ কারণে চিহ্রিত করা হয়েছে উত্তর দিনাজপুর আর বাঁকুড়ার দু'টি পরিত্যক্ত নীলকুঠি । প্রথমটির সংরক্ষণের কাজ অনেকটাই শেষ । দ্বিতীয় প্রকল্পটির কাজ শুরু হবে শীঘ্রই । বিষয়টি নিয়ে সম্প্রতি কথা হয়েছে নবান্ন ' - র এক বৈঠকে ।
অবিভক্ত বাংলায় লুইস বার্নার্ডের হাত ধরে নীলচাষ শুরু হয় ১৭৭৭ নাগাদ । কাপড় রাঙানাে এবং ওষুধ তৈরির জন্য এই নীল জাহাজে চাপিয়ে পাঠানাে হত বিলেতে । এটা এতটাই লাভজনক ছিল , জমিদারদের কাছ থেকে দীর্ঘমেয়াদি লিজ নিয়ে ব্রিটিশরা দাপটে চালিয়ে যাচ্ছিলেন এই চাষ । নীলকর সাহেবদের অত্যাচার এতটাই চরমে ওঠে , ১৮৫৯ সালের ফেব্রুয়ারি - মার্চ নাগাদ শুরু হয় বিদ্রোহ । নীলবােঝাই জাহাজ নাকি ডুবিয়ে দেন ক্ষুব্ধ চাষিরা । ঐতিহাসিক যােগেশচন্দ্র বাগল এটিকে ' অহিংস আন্দোলন ' হিসাবে চিহ্রিত করে তুলনা করেন সিপাহি বিদ্রোহের সঙ্গে । দীনবন্ধু মিত্র লিখলেন ' নীলদর্পণ ' । নাট্যকারের নাম রইলাে না । কশ্চিৎ পথিকস ' নামে একটি ভূমিকা জুড়ে দিলেন তিনি । তারপর মুদ্রিত নাটকের কয়েক কপি নিয়ে চলে এলেন কলকাতায় । এর নাট্যরূপ মঞ্চস্থের জন্য গিরিশ ঘােষ তৈরি করলেন ন্যাশনাল থিয়েটার ' । এটি ব্যাপক সাড়া ফেলল জনমানসে । ব্রিটিশ সরকার নীল তদন্ত কমিশন বসাল । কমিশনের রিপাের্টে লেখা হয়েছিল , যে নীল ইংল্যান্ডে পৌঁছয় , তাতে লেগে থাকে মানুষের রক্ত ।
3.7 এনফিল্ড একটি বিখ্যাত রাইফেল যা ব্রিটিশ সাম্রাজ্য এবং কমনওয়েলথ দেশগুলিতে বিশ শতকের গোড়ার দিকে ব্যবহৃত হয়েছিল। এই রাইফেল একটি বোল্ট-অ্যাকশন, ম্যাগাজিন চালিত, পুনরাবৃত্তি করা রাইফেল। এটি ছিল 1895 থেকে 1956 সাল পর্যন্ত ব্রিটিশ সেনাবাহিনীর স্ট্যান্ডার্ড রাইফেল।
আশা করি এটি সহায়ক
যদি হ্যাঁ হয় তাহলে আপনি আমাকে Brainlist হিসাবে চিহ্নিত করতে পারেন এবং আরো উত্তরের জন্য Follow করতে পারেন ধন্যবাদ