১.৩ মাভৈঃ মাভৈঃ' - এমন উচ্চারণের কারণ কী?
Answers
Answered by
6
Explanation:
Answered by
2
প্রদত্ত প্রশ্নের উত্তর হল নিম্নরূপ -
- উক্ত প্রশ্নটি (এবং উদ্ধৃতিটি) বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাস কবিতা থেকে সংগৃহীত হয়েছে।
- এখানে যে "মাভৈঃ" শব্দের কথা উল্লেখ করা আছে, তার অর্থ হল - "ভয় পেও না" অথবা "ভয় করো না"।
- এই কবিতায় , শিবের (শিব এখানে প্রতীকী রুপে ব্যবহার করা হয়েছে, এর আসল ইঙ্গিত বিপ্লবমুখী ভারতীয়দের প্রতি যাঁরা মনেপ্রাণে ভারতের স্বাধীনতা চেয়েছিলেন) এমনতর রুদ্ররুপের বর্ণনা করা হয়েছে যা কিনা ধ্বংসলীলায় (ব্রিটিশ শাসনকে উচ্ছেদ করায়) উন্মত্ত। এই ধ্বংসলীলা প্রত্যক্ষ করে পৃথিবীর জীবকুল ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। এই ভীতসন্ত্রস্ত জীবকুলকে অভয় দিয়ে কবি বলতে চেয়েছেন যে ভয় পাওয়া অমূলক কারণ এই ধ্বংসের পেছনে লুকিয়ে আছে নতুন সৃষ্টির (ভারতের স্বাধীনতা) আগমন।
- উপরোক্ত অভয়দানের (অভয়দান এই কারণে যে এইসমস্ত ধ্বংসলীলার মাধ্যমেই ভারতের স্বাধীনতা আসবে) জন্যই এখানে "মাভৈঃ মাভৈঃ" বলা হয়েছে।
Similar questions