‘এই তাে সুবুদ্ধি হয়েছে তােমার।”- বক্তা কে? কাকে সে একথা বলেছে? কীভাবে তার সুবুদ্ধি হয়েছে?
Answers
বীরু চট্টোপাধ্যায়ের "ফণীমনসা ও বনের পরি" নামক নাটকে প্রশ্নে উদ্ধৃত অংশটুকু বনের পরি ফণীমনসাকে বলেছে।
• ফণীমনসার ইচ্ছা অনুসারে বনের পরির কাছে কখনাে সােনার পাতা তাে কখনাে কাচের পাতা আবার কখনাে পালং শাকের মতাে সবুজ পাতা ফণীমনসা পেতেছিল। কিন্তু এই সব পাতাগুলােই ফণীমনসা হারিয়েছিল, কোনাে টা ডাকাত দলের কাছে আবার কোনাে টা ঝড়ে তাে কোনটা আবার ছাগলের কাছে। এভাবে বিভিন্ন রকমের পাতা পেয়েও ফণীমনসা যখন তা হারিয়ে ফেলে তখন শেষ পর্যন্ত সে নিজের জন্মগত কাঁটাভরা ছুঁচোলাে পাতাই ছেয়েছিল বনের পরির কাছে।তখন পরি বলেছিল “এই তাে সুবুদ্ধি হয়েছে তােমার”।
Answer:
বীরু চট্টোপাধ্যায়ের "ফণীমনসা ও বনের পরি" নামক নাটকে প্রশ্নে উদ্ধৃত অংশটুকু বনের পরি ফণীমনসাকে বলেছে।
Explanation:
ফণীমনসার ইচ্ছা অনুসারে বনের পরির কাছে কখনাে সােনার পাতা তাে কখনাে কাচের পাতা আবার কখনাে পালং শাকের মতাে সবুজ পাতা ফণীমনসা পেতেছিল। কিন্তু এই সব পাতাগুলােই ফণীমনসা হারিয়েছিল, কোনাে টা ডাকাত দলের কাছে আবার কোনাে টা ঝড়ে তাে কোনটা আবার ছাগলের কাছে। এভাবে বিভিন্ন রকমের পাতা পেয়েও ফণীমনসা যখন তা হারিয়ে ফেলে তখন শেষ পর্যন্ত সে নিজের জন্মগত কাঁটাভরা ছুঁচোলাে পাতাই ছেয়েছিল বনের পরির কাছে।তখন পরি বলেছিল “এই তাে সুবুদ্ধি হয়েছে তােমার”।