Chemistry, asked by sahidurrahaman9614, 2 months ago

নাইট্রোজেন ঘটিত একটি জৈব এবং একটি অজৈব সারের নাম লেখ?​

Answers

Answered by ssinga768
0

Answer:

সার হল প্রাকৃতিক অথবা কৃত্রিমভাবে তৈরি করা কোনো উপাদান যা মাটিতে কিংবা উদ্ভিদের টিস্যু তে প্রয়োগ করা হয় যাতে উদ্ভিদে বিভিন্ন পুষ্টিকর উপাদানের সরবরাহ নিশ্চিত হয়।[১]

Answered by Rameshjangid
0

Answer:

ইউরিয়া সার ব্যবহারের ফলে ফসলের উৎপাদন খরচ বেশি হওয়ার সাথে সাথে মাটির উর্বরতা নষ্ট করে, পরিবেশ দূষণ করে; সর্বোপরি ইউরিয়া সার একটি পরিবেশের জন্য ক্ষতিকর। অপরদিকে, এজোলা প্রাকৃতিকভাবে তৈরী উন্নত মানের নাইট্রোজেন জৈব সার।

Explanation:

Step 1: ফসল উৎপাদনের জন্য ইউরিয়া বা নাইট্রোজেন জাতীয় সার ভীষণ গুরুত্বপূর্ণ। বর্তমানে ইউরিয়া সারের দাম বাড়ার ফলে ফসলের উৎপাদনের খরচ তুলনামূলকভাবে বেড়ে গেছে। গ্যাস ও বিদ্যুৎ সংকটে ইউরিয়ার উৎপাদন ধীরে ধীরে কমে যাচ্ছে। ফলে এর দামও বেড়ে যাচ্ছে। সরকার প্রতি বছরই সারের জন্য ভর্তুকি দিচ্ছে। তবুও কৃষক কাঙ্ক্ষিত লাভের মুখ দেখতে পারছে না। সেজন্য ভবিষ্যতে যেন চাষীরা কম ইউরিয়া সার ব্যবহার করে এবং এই সারের বিকল্প ব্যবস্থা গ্রহণ করা এখন উপযুক্ত সময় হয়ে দাঁড়িয়েছে।

Step 2: ইউরিয়ার পরিবর্তে এজোলা নামক শ্যাওলাটি ব্যবহার করে ইউরিয়ার চাহিদা পুরণ করা সম্ভব। ইউরিয়া সার ব্যবহারের ফলে ফসলের উৎপাদন খরচ বেশি হওয়ার সাথে সাথে মাটির উর্বরতা নষ্ট করে, পরিবেশ দূষণ করে; সর্বোপরি ইউরিয়া সার একটি পরিবেশের জন্য ক্ষতিকর। অপরদিকে, এজোলা প্রাকৃতিকভাবে তৈরী উন্নত মানের নাইট্রোজেন জৈব সার। এজোলা উৎপাদনে খরচ কম লাগে, ফসলের উৎপাদন খরচ কমবে, মাটির গুণাগুণ ভালো থাকবে, মাটির উর্বরতা বহুগুণে বাড়বে, পরিবেশ ভালো থাকবে, ইউরিয়া সারের জন্যে সরকারের প্রদেয় ভর্তুকি খরচ দেয়া লাগছে না, সর্বোপরি উপকারি।

Step 3: এছাড়াও হাঁস-মুরগি ও গবাদি পশুর জন্যে একটি উৎকৃষ্ট খাদ্য। এজোলা বর্জ্য পানি পরিশোধনে ভুমিকা পালন করে। প্রতি বছর দেশে ইউরিয়া লাগে প্রায় ৩০ লক্ষ মেট্রিক টন। বাংলাদেশের সর্বত্র এজোলা উৎপাদনের উপযোগী পরিবেশ রয়েছে।

Learn more about similar questions visit:

https://brainly.in/question/31923163?referrer=searchResults

https://brainly.in/question/22028438?referrer=searchResults

#SPJ3

Similar questions