এনেকুৱা দুটা অপৰিমেয় সংখ্যা লিখা যাৰ যোগফল আৰু পূৰণফল এটা পৰিমেয় সংখ্যা |
Answers
সমাধান
নির্ণয় করতে হবে
দুটি অপরিমেয় সংখ্যা লেখো যাদের যোগফল ও গুণফল এটা পরিমেয় সংখ্যা
উত্তর
যে সকল বাস্তব সংখ্যাকে p/q আকারে লেখা যায় যেখানে p ও q হল পূর্ন সংখ্যা এবং q ≠ 0 তাদের পরিমেয় সংখ্যা বলে
যে সকল সংখ্যা পরিমেয় সংখ্যা নয় তাদের অপরিমেয় সংখ্যা বলে
আমরা এখন দুটি অপরিমেয় সংখ্যা নিলাম 2 + √3 এবং 2 - √3
সংখ্যা দুটির যোগফল
= 2 + √3 + 2 - √3
= 4
যাহা একটি পরিমেয় সংখ্যা
সংখ্যা দুটির গুণফল
= ( 2 + √3 ) ( 2 - √3 )
= 4 - 3
যাহা একটি পরিমেয় সংখ্যা
সুতরাং 2 + √3 এবং 2 - √3 হল দুটি অপরিমেয় সংখ্যা যাদের যোগফল ও গুণফল এটা পরিমেয় সংখ্যা
━━━━━━━━━━━━━━━━
Brainly থেকে আরো জানুন :-
এমন একটি চার অঙ্কের সংখ্যা লেখ যাকে কার্ডের মাধ্যমে প্রকাশ করলে 4 টি হাজারের কার্ড থাকবে।
https://brainly.in/question/42462957
2. ৬ এর স্থানীয় মান ৬×১০০এই স্থানীয় মানযুক্ত সংখ্যা টি হলো?
https://brainly.in/question/42839004