নীচে যাঁদের নাম রয়েছে, তাঁদের সংক্ষিপ্ত পরিচয় দাও : কানিংহাম, ফার্গুসন, সৈয়দ আহমেদ।
Answers
Answer:
স্যার আলেকজান্ডার কানিংহাম, কেসিআইই সিএসআই (২৩ জানুয়ারি ১৮১৪ - ২৮ নভেম্বর ১৮৯৩) একজন ইংরেজ প্রত্নতত্ত্ববিদ এবং সামরিক প্রকৌশলী। ভারতের প্রত্নতত্ত্ব নিয়ে অসাধারণ কিছু কাজ করার জন্য তাকে 'ফাদার অফ আর্কলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া' বলা হয়। তার অপর দুই ভাই, ফ্রান্সিস কানিংহাম এবং জোসেপ কানিংহাম-ও ব্রিটিশ ভারতে তাদের অসাধারণ কর্মকান্ডের জন্য বহুল পরিচিত।
Answer:
কানিংহাম - আলেকজান্ডার কানিংহাম 18 14 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন ।তিনি একজন প্রখ্যাত প্রত্নতত্ববিদ ও ভাষাবিদ । সাল 1833 এ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি নিয়ে ভারতে আসেন । 1866 সালে অবসর নেওয়ার পর তিনি ভারত সরকার নিযুক্ত পরাতত্ববিভাগের সার্ভেয়ার পদে কাজ করেন ।
ফার্গুসন- ব্রিটিশ ঐতিহাসিক ও প্রত্নতত্ববিদ ।অজন্তা ইলোরা গুহা নিয়ে তার গবেষনা অপরিসীম ।তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির ডাইরেক্টর কে জানান যে গুহা গুলো সংরক্ষণ করা উচিত ।
সৈয়দ আহমেদ - একজন প্রত্যন্ত ঐতিহাসিক ।মুসলিম সমাজের সংস্কারের জন্য sir উপাধি পান ।
Explanation: