এক সংকর জনন পরীক্ষা থেকে মেন্ডেল কিভাবে পৃথক ভবন সূত্রে উপনীত হয়?
Answers
Answered by
4
মেন্ডেল এক সংকর জনন পরীক্ষা থেকে প্রধানত দুটি সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন;-
1) প্রকতটার নীতি
2) পৃথকীভবন সূত্র।
সংকরায়নের ফলে জীবের কোনো একটি নির্দিষ্ট চরিত্রের অন্তর্গত বিপরীত ধর্মী বৈশিষ্ট্য বা ফ্যাক্টরগুলি জনিতৃ জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও কখনও মিশ্রিত হয়না। বরং, গ্যামেট গঠনকালে বিপরীতধর্মী বৈশিষ্ট্য বা ফ্যাক্টরগুলি বা অ্যালিলগুলি পরস্পর থেকে পৃথক হয়ে যায়।
এটিই পৃথকীভবন সূত্র নামে পরিচিত।
#Hope_It_Helps_U
Similar questions