আলুর যে এনজাইম হাইড্রোজেন পার অক্সাইড কে জল ও অক্সিজেনে ভেঙে ফেলে তার নাম লেখো
Answers
আলুতে উপস্থিত ক্যাটালেজ , হল একটি এনজাইম ,যে হাইড্রোজেন পার অক্সাইড-র সঙ্গে বিক্রিয়া করার ফলে হাইড্রোজেন পার অক্সাইড কে জল এবং অক্সিজেন কে ভেঙে দেয় , তখন আলুতে থাকা হাইড্রোজেন পার অক্সাইড ভেঙে জল এবং অক্সিজেন আলাদা হয়ে যায় ৷৷
সমাধান
জানতে হবে
আলুর যে এনজাইম হাইড্রোজেন পার অক্সাইড কে জল ও অক্সিজেনে ভেঙে ফেলে তার নাম লেখো
উত্তর
আমাদের জানতে হবে যে আলুর কোন এনজাইম হাইড্রোজেন পার অক্সাইড কে জল ও অক্সিজেনে ভেঙে ফেলে
হাইড্রোজেন পার অক্সাইড এর সঙ্কেত H₂O₂
এখন আলুর ক্যাটালেজ এনজাইম হাইড্রোজেন পার অক্সাইড কে জল ও অক্সিজেনে ভেঙে ফেলে
━━━━━━━━━━━━━━━━
Brainly থেকে আরো জানুন :-
এমন একটি চার অঙ্কের সংখ্যা লেখ যাকে কার্ডের মাধ্যমে প্রকাশ করলে 4 টি হাজারের কার্ড থাকবে।
https://brainly.in/question/42462957
2. ৬ এর স্থানীয় মান ৬×১০০এই স্থানীয় মানযুক্ত সংখ্যা টি হলো?
https://brainly.in/question/42839004