Physics, asked by umeshspn7416, 1 month ago

বিনিময় বিক্রিয়া কাকে বলে

Answers

Answered by Anonymous
1

যে রাসায়নিক বিক্রিয়ায় দুটি রাসায়নিক যৌগের প্রতিটির একটি করে উপাদান (বা মৌ) পরস্পর নিজেদের স্থান অদলবদল করে বা বিনিময় করে নতুন দুটি রাসায়নিক যৌগ উৎপন্ন করে, তাকেই বিনিময় বিক্রিয়া বলা হয়

  • বিনিময় বিক্রিয়ার সাধারণ রূপ হিসেবে আমরা বলতে পারি -

AB + CD ---> AD + CB

(এখানে B ও D নিজেদের মধ্যে পরস্পর স্থান পরিবর্তন করে দুটি নতুন রাসায়নিক নতুন যৌগ উৎপন্ন করছে। অতএব এটি নিঃসন্দেহে একটি বিনিময় বিক্রিয়া।)

  • বাস্তব ক্ষেত্রে, এরকম একটি বিনিময় বিক্রিয়ার উদাহরণ হল -

AgNO + NaCl ---> AgCl + NaNO

(এখানে NO₃ এবং Cl নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে দুটি নতুন রাসায়নিক যৌগ উৎপন্ন করছে। তাই এটিকেও বাস্তব ক্ষেত্রের একটি বিনিময় বিক্রিয়া বলা চলে।)

  • প্রসঙ্গত উল্লেখ্য যে, বিনিময় বিক্রিয়াকে বাস্তব ক্ষেত্রে অনেক জায়গাতেই দেখা যায়।
Similar questions