Physics, asked by snehadipdolai13, 1 month ago

মৃদভেদী অঙ্কুরোদগম বলতে কী বোঝো ? উদাহরণ দাও ।​

Answers

Answered by ritamdutta03
1

Answer:

অঙ্কুরোদগমের সময় যখন বীজের ভ্রূণমূকুলসহ বীজপত্রটি মাটির উপরে উঠে আসে সে ধরণের অঙ্কুরোদগমকে মৃতভেদী অঙ্কুরোদগম বলে।সাধারণত কুমড়া,তেঁতুলসহ ইত্যাদি বীজে মৃতভেদী অঙ্কুরোদগম হয়।

Answered by Hiran20khan7276
0

Answer:মৃদভেদী অঙ্কুরোদগম: অঙ্কুরোদগমের সময় যখন বীজের ভ্রূণকান্ডটি মাটির উপরে উঠে আসে কিন্তু বীজের বীজপত্রটি মাটির নিচেই থেকে যায় সে ধরণের অঙ্কুরোদগমকে মৃদভেদী অঙ্কুরোদগম বলে। উদাহরন: তেঁতুল,কুমড়ো ।

Explanation:

Similar questions