Geography, asked by ranajitduttagupta156, 1 month ago

বিদার অগ্ন্যুদগম এর মাধ্যমে সৃষ্ট ভূমিরূপ কি?​

Answers

Answered by nisthaganguly
2

What is the landform created by Bidar Agnyudagam?

Ans Bidar is a hill top city in the north-eastern part of Karnataka state in India. It is the headquarters of the Bidar district which borders Maharashtra and Telangana. It is a rapidly urbanising city in the wider Bidar Metropolitan area. The city is well known for its many sites of architectural, historical and religious importance.

Answered by feminasikkanther
0

Answer:

বিদার অগ্ন্যুদগম এর মাধ্যমে সৃষ্ট ভূমিরূপ হল লাভা মালভূমি , লাভা ডোম ইত্যাদি।

Explanation:

বিদার অগ্ন্যুদগম:

যদি কোনোরূপ বিস্ফোরণ ছাড়াই ভূ-পৃষ্ঠের ফাটল থেকে ভূ অভ্যন্তরের ম্যগমা বাইরে বেরিয়ে আসে (লাভা) তাকে বিদার অগ্ন্যুদগম ( Effusive eruptions) বলা হয়। এই লাভা বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পরে এবং ধীরে ধীরে ক্রমশ শীতল হয়ে বিভিন্ন প্রকার ভূপিরূপ গঠন করে। এই প্রক্রিয়ায় গঠিত ভূমিরূপ হলো বিদার অগ্ন্যুদগম সৃষ্ট ভূমিরূপ।

এইরূপ ভূমিরূপের উদাহরণ হলো লাভা মালভূমি (Lava plateau) যেমন:

ভারতের ডেকান মালভূমি, আমেরিকার কলম্বিয়া মালভূমি, উত্তর আইয়ারল্যান্ড এর অন্ত্রিম মালভূমি ইত্যাদি।

যদি ম্যাগমা অত্যন্ত সান্দ্র প্রকৃতির হয় তাহলে লাভা বিস্তির্ণ অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে না এবং লাভা ডোম (Lava Dome) গঠন করে। যেমন:

দক্ষিণ ক্যালিফর্নিয়া র অবসিদান ডোম।

Similar questions