Chemistry, asked by MHasan21, 1 month ago

৪০ ডিগ্রি তাপমাত্রায় বিশুদ্ধ জলে এ খাবার লবণ এর দ্রাব্যতা ৪০ হলে ৮০ ডিগ্রি তাপমাত্রায় বিশুদ্ধও জলে খাবার খাবার লবনের দ্রাব্যতা নির্ণয় করো.

Ans is 40 ?

Answers

Answered by Manjula29
0

খাবার লবন  এর দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধির সঙ্গে খুব  একটা পরিবর্তন হয় না।, অর্থাৎ তাপমাত্রা বাড়লেও বিশুদ্ধ জলে খাবার লবনের দ্রাব্যতা বারে না বললেই চলে।

সেই কারনে ৪০ ডিগ্রি তাপমাত্রায় বিশুদ্ধ জলে এ খাবার লবণ এর দ্রাব্যতা ৪০ হলে ৮০ ডিগ্রি তাপমাত্রায় বিশুদ্ধও জলে খাবার খাবার লবনের দ্রাব্যতা  ৪০  ই থাকবে।

Answered by theking20
0

৪০ ডিগ্রি তাপমাত্রায় বিশুদ্ধ জলে এ খাবার লবণ এর দ্রাব্যতা ৪০ হলে ৮০ ডিগ্রি তাপমাত্রায় বিশুদ্ধও জলে খাবার খাবার লবনের দ্রাব্যতা ৪০ ই থাকবে।

দ্রাব্যতা হল পদার্থের ভৌত ধর্ম এটি মূলত নির্ভরশীল তাপমাত্রা দ্রাবক ও চাপের উপর।

  • উষ্ণতা বৃদ্ধি হলেও খাদ্য লবণের দ্রাব্যতার খুব একটা পরিবর্তন দেখা যায় না।
  • অতএব বিশুদ্ধ জলে উষ্ণতা বাড়লে খাদ্য লবণের দ্রাব্যতার প্রায় পরিবর্তন হয় না বললেই চলে।
Similar questions