জাইগোট কাকে বলে? মিয়োসিস কাকে বলে?
Answers
Answered by
5
Explanation:
যখন একটি পুরুষ গেমেট(gamete) এবং মহিলা গেমেট উভয় একত্রিত হয় এবং নিষেকের প্রক্রিয়া এই গেমেটের (নিউক্লিয়াস) কোষগুলির নিউক্লিয়াসের মধ্য দিয়ে যায় এবং একটি নতুন কোষ গঠন করে। একে জাইগোট বলা হয়। এটি একটি নতুন উন্নত ভ্রূণের প্রাথমিক পর্যায়ে।
সুতরাং যৌন জননে পুরুষ ও স্ত্রী জনন কোষের মিলনে তৈরি কোষকেই জাইগোট বলে।
__________________________________
যে বিভাজনে নিউক্লিয়াস পরপর দুইবার ও ক্রোমোজোম একবার করে বিভক্ত হয়ে মাতৃকোষের ক্রোমোজোমের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম যুক্ত চারটি অপত্য কোষ সৃষ্টি হয় তাকে মিয়োসিস বলে।
Please mark me as brainliest.
Similar questions