History, asked by dayandayan8467, 1 month ago

মহম্মদ-বিন- তুঘলকের বিভিন্ন প্রশাসনিক পদক্ষেপের ব্যার্থতার কারণগুলি আলোচনা করো।। ( মান-১০)

Answers

Answered by aparnabasak30
0

Answer:

মুহাম্মদ বিন তুঘলক এক বিদ্বান ব্যক্তি ছিলেন ওনাকে ইতিহাস কারেরা পাগল সুলতান ও বলতো। কারণ উনি কয়েকটা প্রশাসনিক পদক্ষেপ নিয়েছিলেন যেটা ব্যর্থ হয়েছে ।

প্রথম তিনি নিজের ক্যাপিটাল দিল্লি থেকে দেবগিরি তে ট্রানস্ফার করলেন কারণ ছিল মোঙ্গলদের আক্রমণ থেকে নিজের রাজধানী কে বাঁচানো। এবং দোকানের উপর ভালোভাবে কন্ট্রোল করা কিন্তু সেই যুগে যাতায়াতের ভালো ব্যবস্থা না থাকায় বহু ব্যক্তি রাস্তায় মারা যায় কারণ এই জায়গার দূরত্ব ছিল 950 কিলোমিটার। পরবর্তীকালে 5 বছর পর তিনি আবার দ্বিতীয় বার নিজের রাজধানী দিল্লি কে বানায় সেই জন্য প্রজাদের অনেক অসুবিধা হয়।

দ্বিতীয় প্রশাসনিক পদক্ষেপ তিনি কৃষকদের ওপর কর বাড়িয়ে দেন । কিন্তু এই সময় অকাল পড়েছিল সেই জন্য অনেকেই কৃষকরা কৃষিকার্য ছেড়ে দিয়েছিল। আর এমন সময়ে কর বাড়ানোতে তাদের পরিস্থিতি খুবই খারাপ হয়ে গিয়েছিল । যখন সুলতান বুঝতে পারলেন তখন এই আদেশটা শুধু ফিরিয়ে নেন নি, বরঞ্চ কৃষকদের টাকা দিয়ে ও সহায়তা করেছিলেন যাতে তারা কোন কৃষিকার্য আরম্ভ করতে পারে।

দ্বিতীয়বার তিনি টোকেন কারেন্সি চালান রুপোর কয়েন এর পরিবর্তে । কিন্তু প্রচুর ভুল কয়েনের সার্কুলেশন হয়ে যাওয়াতে তিনি এই আদেশ ফিরিয়ে নেন এবং প্রজাদেরকে বলেন যে তারা নিজের কয়েন রুপোর কয়েন দিয়ে বিনিময় করে নিক ।যেটাতে শাহী সম্পত্তির অনেক ক্ষতি হয়।

Similar questions