English, asked by Gauravkanaujiya951, 4 days ago

একদিন ঘটেছিল একটি ঘটনা', - সেই ঘটনার বিবরণ, রামকুমার চট্টোপাঠ্যায় 'কাজী নজরুলের গান' শীর্ষক রচনাংশে কীভাবে উপস্থাপিত করেছেন ?​

Answers

Answered by mithupal813
0

Answer:

এখানে লেখক রামকুমার চট্টোপাধ্যায় তার ছােটবেলাকার এক ঘটনার কথা বলেছেন। একদিন স্কুলে যাওয়ার পথে একটি জমায়েত দেখে কৌতূহলবশত কী ঘটেছে জানতে গিয়ে তিনি শুনতে পান সেখানে নেতাজি বক্তৃতা দেবেন আর কাজী নজরুল ইসলামও উপস্থিত থাকবেন। এই দুই প্রিয় মানুষকে কাছ থেকে দেখার লােভ তিনি ছাড়তে পারলেন না। লেখক সেদিন আর স্কুলে গিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন। নজরুল গান গাইলেন আর নেতাজি বক্তৃতা দিলেন। নজরুলের গান শুনে সকলেই স্তব্ধ হয়ে গিয়েছিল। সেদিনের সেই গান আর বক্তৃতা শুনে লেখক তার উত্তেজনাকে সামাল দেওয়ার জন্য বাড়ি ফিরে তার প্রিয় তবলার বােলে ডুবে গিয়েছিলেন। জীবনে প্রথমবার নজরুলকে দেখার ঘটনা লেখকের জীবনের অমূল্য স্মৃতি হয়ে রয়েছে।

Hope it helps....

Similar questions