Biology, asked by dinda72, 5 days ago

১.২ যেটি সমুদ্রের মাছ সেটি হলাে (ক) পারসে (খ) ট্যাংরা (গ) রুই (ঘ) সার্ডিন।​

Answers

Answered by ssrian
9

Explanation:

১.২ যেটি সমুদ্রের মাছ সেটি হলাে-(ঘ) সার্ডিন।

I hope it will help you

Answered by Swarup1998
3

(ঘ) সার্ডিন

সমুদ্রে পাওয়া যায়, এমন একটি মাছ হলো সার্ডিন।

আরও তথ্য :

  • সমুদ্রে প্রাপ্য সার্ডিন মাছ মূলত মানুষেরই খাদ্য। কারণ এই মাছে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ থাকে।

  • এটি আবার ফ্যাটি অ্যাসিডেরও একটি উৎস। এক্ষেত্রে বলা রাখা ভালো যে নিয়মিতভাবে ফ্যাটি অ্যাসিড খেলে আলজেইমার রোগের সম্ভাবনাত কমতে পারে।

  • অনেক কাল আগে সার্ডিন মাছ সার্ডিনিয়া নামক দ্বীপের আশেপাশে প্রচুর পরিমাণে পাওয়া যেত। মনে করা হয় যে, ওই দ্বীপের নাম থেকে সার্ডিন নামকরণটি হয়েছে।
Similar questions