Math, asked by dinda72, 5 days ago

একটি বা দুটি বাক্যে উত্তর দাও : ৩.১ সুন্দরবন অঞ্চলের মাটির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করাে।​

Answers

Answered by BrainlySrijanunknown
29

Answer:

সুন্দরবন অঞ্চলের মাটির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করাে।

মাটিতে বালি ও কাদা বেশি। মাটির নিচে জল নােনতা। এর কারণ সমুদ্র। সমুদ্রের সঙ্গে মাটির নিচের জলের স্তবের সঙ্গে সরাসরি যােগ রয়েছে।

Answered by Swarup1998
5

সুন্দরবনের মাটির বৈশিষ্ট্য -

  1. সুন্দরবনের মাটিতে পলির পরিমাণ অনেক বেশি। তাই মাটি বেশ উর্বর।
  2. এখানকার মাটিতে মাটি ও বালির ভাগ খুব বেশি। এই মাটি দোয়াঁশ প্রকৃতির।

সুন্দরবন সম্বন্ধে অতিরিক্ত তথ্য -

  • সুন্দরবনের জঙ্গল রয়েছে প্রায় ১০০০০ বর্গকিলোমিটার জায়গা জুড়ে। তবে এর ছয়-দশমাংশ বাংলাদেশের মধ্যেই পড়ে আর বাকি অংশটা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বিস্তৃত।

  • এখানে ২৯০ রকমের পাখি, ১২০ রকমের মাছ, ৪২ রকমের স্তন্যপায়ী প্রাণী এবং ৩৫ রকমের সরীসৃপ প্রাণী দেখতে পাওয়া যায়। আরও রয়েছে ৮ রকমের উভচর।
Similar questions