‘রমেশ অবাক হইয়া কহিল, ব্যাপার কী?’ – উত্তরে চাষিরা কী বলেছিল
Answers
সমাধান
জানতে হবে
‘রমেশ অবাক হইয়া কহিল, ব্যাপার কী?’ – উত্তরে চাষিরা কী বলেছিল ?
উত্তর
প্রদত্ত উদ্ধৃতিটি হল
‘রমেশ অবাক হইয়া কহিল, ব্যাপার কী?’
উদ্ধৃতিটির উৎস :
উদ্ধৃতিটি শরৎচন্দ্র চট্টপাধ্যায়ের লেখা ‘পল্লীসমাজ ’ পাঠ্যাংশ থেকে নেওয়া হয়েছে
বক্তব্যের কারণ :
অবিরাম বৃষ্টিপাতের পর কুড়ি জন অসহায় দরিদ্র কৃষক তাদের কণ্ঠে কেঁদে পড়ল। তাদের কান্না শুনে রমেশবাবু উদ্ধৃতিটি বলেন
চাষিদের উত্তর :
উত্তরে চাষিরা বলেছিল - " চাষীরা কহিল, এক শ’ বিঘের মাঠ ডুবে গেল, জল বার করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে বাবু, গাঁয়ে একটা ঘরও খেতে পাবে না "
━━━━━━━━━━━━━━━━
Brainly থেকে আরো জানুন :-
‘পাখি’ শব্দটি একটি (A) তৎসম শব্দ (B) তদ্ভব শব্দ (C) দেশি শব্দ (D) বিদেশি শব্দ।
https://brainly.in/question/47756397
2. ‘দর্শন শব্দটির ব্যুৎপত্তি হলাে— (ক) দৃশ + অনট প্রত্যয় (খ) দশ + অন প্রত্যয় (গ) দৃশ + সন প্রত্যয় (ঘ) দৃশ - শন প্রত্যয়
https://brainly.in/question/44975061