India Languages, asked by sarkarmdnaim78, 10 days ago

‘রমেশ অবাক হইয়া কহিল, ব্যাপার কী?’ – উত্তরে চাষিরা কী বলেছিল ?​

Answers

Answered by Manjula29
15

উক্ত অংশটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর

পল্লী-সমাজ নামক গল্পের অন্তর ভুক্ত।

‘রমেশ অবাক হইয়া কহিল, ব্যাপার কী?’ – উত্তরে চাষিরা বলেছিল যে, তাদের একশো বিঘে মাঠ জলে ডুবে গিয়েছে, আর সেই জল বার করে দিতে হবে,যদি ওই জল বার না  করা হ, তবে তাদের সমস্ত ধান নষ্ট হয়ে যাবে, ফল স্বরুপ আকাল হবে, গাঁয়ে একটা ঘরও খেতে পাবে না।

Answered by pulakmath007
3

সমাধান

জানতে হবে

‘রমেশ অবাক হইয়া কহিল, ব্যাপার কী?’ – উত্তরে চাষিরা কী বলেছিল ?

উত্তর

প্রদত্ত উদ্ধৃতিটি হল

‘রমেশ অবাক হইয়া কহিল, ব্যাপার কী?’

উদ্ধৃতিটির উৎস :

উদ্ধৃতিটি শরৎচন্দ্র চট্টপাধ্যায়ের লেখা ‘পল্লীসমাজ ’ পাঠ্যাংশ থেকে নেওয়া হয়েছে

বক্তব্যের কারণ :

অবিরাম বৃষ্টিপাতের পর কুড়ি জন অসহায় দরিদ্র কৃষক তাদের কণ্ঠে কেঁদে পড়ল। তাদের কান্না শুনে রমেশবাবু উদ্ধৃতিটি বলেন

চাষিদের উত্তর :

উত্তরে চাষিরা বলেছিল - " চাষীরা কহিল, এক শ’ বিঘের মাঠ ডুবে গেল, জল বার করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে বাবু, গাঁয়ে একটা ঘরও খেতে পাবে না "

━━━━━━━━━━━━━━━━

Brainly থেকে আরো জানুন :-

1. ‘পাখি’ শব্দটি একটি (A) তৎসম শব্দ (B) তদ্ভব শব্দ (C) দেশি শব্দ (D) বিদেশি শব্দ।

https://brainly.in/question/47756397

2. ‘দর্শন শব্দটির ব্যুৎপত্তি হলাে— (ক) দৃশ + অনট প্রত্যয় (খ) দশ + অন প্রত্যয় (গ) দৃশ + সন প্রত্যয় (ঘ) দৃশ - শন প্রত্যয়

https://brainly.in/question/44975061

Similar questions