India Languages, asked by rumpa1298biswas, 12 days ago

দেবতার বিদায় কবিতায় ভক্ত কীভাবে দেবতাকে না বুঝে বিদায় দিয়েছিলেন?তার অহঙকারের ফল কী হয়েছিল ?

Answers

Answered by EgnananChakri
0

Answer:

দেবতামন্দির-মাঝে ভকত প্রবীণ

জপিতেছে জপমালা বসি নিশিদিন।

হেনকালে সন্ধ্যাবেলা ধূলিমাখা দেহে

বস্ত্রহীন জীর্ণ দীন পশিল সে গেহে।

কহিল কাতরকণ্ঠে, ‘গৃহ মোর নাই,

এক পাশে দয়া ক’রে দেহো মোরে ঠাঁই।’

সসংকোচে ভক্তবর কহিলেন তারে,

‘আরে আরে অপবিত্র, দূর হয়ে যা রে।’

সে কহিল ‘চলিলাম।’— চক্ষের নিমেষে

ভিখারি ধরিল মূর্তি দেবতার বেশে।

ভক্ত কহে, ‘প্রভু, মোরে কী ছল ছলিলে।’

দেবতা কহিল, ‘মোরে দূর করি দিলে।

জগতে দরিদ্ররূপে ফিরি দয়া-তরে,

গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে।’

Explanation:

thanks Bro like me bey

Similar questions